শিরোনাম
সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব শাহীন আক্তার মহোদয় কর্তৃক অত্র কর অঞ্চলের “আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা” কার্যক্রম পরিদর্শন
বিস্তারিত
আজ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও কর অঞ্চল-১, ঢাকার মনিটরিং সদস্য জনাব শাহীন আক্তার মহোদয় অত্র কর অঞ্চলের “আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা” কার্যক্রম পরিদর্শন করেন। কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম সদস্য মহোদয়কে রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরিদর্শনকালে কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ ও সার্কেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সদস্য মহোদয় আয়কর রিটার্ন দাখিল বৃদ্ধি ও কর নেট সম্প্রসারণের জন্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সম্মানিত সদস্য মহোদয় কর অঞ্চল ১, ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।