Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Member (Tax Administration and Human Resource Management) and Tax Region-1, Dhaka Monitoring Member Ms. Shaheen Akhter Visits Tax Region-1, Dhaka [13-06-2022]
Details

জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও কর অঞ্চল-১, ঢাকার মনিটরিং সদস্য মিজ শাহীন আক্তার মহোদয় কর অঞ্চল-১, ঢাকা পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে সদস্য মহোদয় কর অঞ্চল-১, ঢাকা এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় সম্মানিত কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম সদস্য মহোদয়ের নিকট অত্র কর অঞ্চলের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন এবং রাজস্ব লক্ষমাত্রা অর্জন ও করনেট সম্প্রসারণের জন্য গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। অতঃপর সদস্য মহোদয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ও করনেট সম্প্রসারণে গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন এবং সার্বিক বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। উক্ত পরিদর্শনকালে জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব জনাব মোঃ সারোয়ার হোসেন চৌধুরী, দ্বিতীয় সচিব জনাব মোঃ সাজিদুল ইসলাম, দ্বিতীয় সচিব মিজ নুসরাত হাসান ও দ্বিতীয় সচিব মিজ আয়েশা সিদ্দিকা সহ কর অঞ্চল-১ ঢাকার সকল পরিদর্শী রেঞ্জ  মহোদয়গণ ও সকল কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।  [13-06-2022]

Attachments
Publish Date
13/06/2022
Archieve Date
31/05/2023