Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
.
Details

কর অঞ্চল-১, ঢাকার সম্মেলন কক্ষে 'কোম্পানি করদাতাদের উৎসে কর কর্তন ও জমা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চালুকৃত e-TDS Software এ রেজিষ্ট্রেশন' সম্পর্কিত ৭ দিন ব্যাপি এক কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ কর অঞ্চল-১, ঢাকার মান্যবর কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম উক্ত ৭ দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৭ দিন ব্যাপি এই কর্মশালার ১ম দিনে আজ সার্কেল-৮ (কোম্পানিজ) এর অধিক্ষেত্রাধীন কোম্পানিসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয় এবং পর্যায়ক্রমে কর অঞ্চল-১, ঢাকার অধিক্ষত্রাধীন সকল কোম্পানির প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। আজকের কর্মশালায় উৎস কর কর্তন ও জমা, অর্থ আইন, ২০২১ দ্বারা আয়কর আইনে আনীত পরিবর্তন এবং e-TDS Software এ কোম্পানির রেজিষ্ট্রেশন সম্পর্কে একটি Powerpoint Presentation উপস্থাপন করেন কর অঞ্চল-১, ঢাকার যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৪ জনাব আমিরুল করিম মুন্সী। এছাড়া, সার্কেল-৮ (কোম্পানিজ) এর উপ কর কমিশনার মিজ্ ফাহরানা শেখ একটি Presentation উপস্থাপন করেন।

Images
Attachments
Publish Date
05/10/2021
Archieve Date
31/01/2023