Title
Mr. Md. Alamgir Hossain, Member, Grade-1 (Tax Policy), National Board of Revenue, Tax Zone-1 of Dhaka, Dhaka Inspection
Details
আজ জনাব মোঃ আলমগীর হোসেন সম্মানিত সদস্য, গ্রেড-১(কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কর অঞ্চল-১, ঢাকা পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে কর অঞ্চল-১, ঢাকার সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম সদস্য মহোদয়কে কর অঞ্চল-১, ঢাকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সভায় কর অঞ্চল-১, ঢাকার সার্বিক বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর অঞ্চল-১, ঢাকার অতিরিক্ত কর কমিশনার, রেঞ্জ-১ জনাব মোঃ তোহিদুল ইসলাম। পরিদর্শনকালে কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ ও সার্কেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সদস্য মহোদয় আয়কর আদায় বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল বৃদ্ধি ও কর নেট সম্প্রসারণের জন্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সম্মানিত সদস্য মহোদয় কর অঞ্চল ১, ঢাকার সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।