ডিজিটাল বাংলাদেশের ভিশনারী মিশন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব আহরনের ক্ষেত্র বিস্তৃত করতে কর অঞ্চল-১, ঢাকা জরিপ কার্যক্রমে একটি নতুন পন্থায় আয়করের উৎস খুঁজতে উদ্যোগি হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেকেন্ডারি তথ্য সংগ্রহ করে ফ্ল্যাট মালিক সমিতিকে মূল কার্যক্রমে সম্পৃক্ত করে প্রাপ্ত তথ্যসমূহ করদাতাদের কার্যকরভাবে করনেটের আওতায় আনার পথ তৈরী করেছে। কর অঞ্চল-১, ঢাকা সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে ইতোমধ্যে তথ্য বিনিময় করেছে। নতুন এই পদ্ধতিকে ‘কার্যকর কর্মপ্রচেষ্টা’ ও ‘উদ্ভাবনী কার্যক্রম’ উল্লেখ করে সম্মানিত সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম কর অঞ্চল-১, ঢাকার এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অদ্য আনুষ্ঠানিকভাবে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নিকট থেকে কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার মিজ্ সাহেনা আক্তার ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ একটি Appreciation Letter গ্রহণ করেন।
কাজের স্বীকৃতি কর্মস্পৃহা বাড়ায়। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের এই স্বীকৃতি এবং প্রশংসা আগামী সময়ে নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণে সকলকে অধিকতর উদ্দীপিত করবে।