Details
জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (গ্রড-১) জনাব কালিপদ হালদার মহোদয়ের বিদায় উপলক্ষে সদস্য মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর অঞ্চল-১, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব এ কে এম বদিউল আলম স্যার ও অত্র কর অঞ্চলের সম্মানিত পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ। এছাড়া সার্কেল কর্মকর্তাগণ উক্ত শুভেচ্ছা জ্ঞাপন স্থলে উপস্থিত ছিলেন। কর কমিশনার মহোদয়সহ সকলে সদস্য মহোদয়ের নিজের ও পরিবারের শারিরীক সুস্থতা কামনা করেন।